গাজায় ঢুকছে ভ্রাম্যমাণ বাড়ি বহনকারী ১৫ ট্রাক

  20-02-2025 09:02PM

পিএনএস ডেস্ক: ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা উপত্যকায় ঢুকছে বাড়ি বহনকারী ১৫টি ট্রাক। এগুলো মিসর থেকে পাঠানো হয়েছে।

মিসরীয় টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজ জানিয়েছে, ১৫টি মোবাইল হোম এবং একটি বুলডোজার বহনকারী পাঁচটি ট্রাক রাফাহ ক্রসিংয়ের মিসরীয় দিক অতিক্রম করে গাজায় প্রবেশের অনুমতি পাওয়ার আগে কারেম আবু সালেম টার্মিনালে (হিব্রুতে কেরেম শালোম) প্রবেশ করে।

বর্তমানে গাজার মানুষদের বেশিরভাগ বাড়িঘর ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ধ্বংস হয়ে গেছে। এমন অবস্থায় রাস্তায় থাকা ছাড়া গাজার বাসিন্দাদের আর কোনও উপায় নেই।

ভিডিও ফুটেজে দেখা যায়, রাফাহ সীমান্ত ক্রসিং থেকে টার্মিনালের দিকে মোবাইল হোম বহনকারী ট্রাকগুলো চলাচল করছে। সূত্র: আনাদোলু এজেন্সি, মিডল ইস্ট মনিটর

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন