‌হাসিনার বিচার চেয়ে শাহবাগে অভ্যুত্থানের নারীরা

  16-02-2025 06:33PM

পিএনএস ডেস্ক : জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর দায়ে স্বৈরাচার শেখ হাসিনা ও তার রাজনৈতিক দল আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে নারী সমাবেশ শুরু হয়েছে।

আজ রবিবার বিকাল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাইয়ের নারীরা’ ব্যানারে এ নারী সমাবেশ শুরু হয়।

এর আগে দুপুর ২টা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীসহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যরা শাহবাগে উপস্থিত হতে থাকেন।

আয়োজকেরা জানান, জুলাইয়ের আন্দোলনে নারী শিক্ষার্থীরা অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করেন। হলের তালা ভেঙে রাজপথে নামেন। ছাত্রদের যখন ধরে নিয়ে যাচ্ছিল, নারী শিক্ষার্থীরাই প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়েছিলেন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন