কঠিন পরীক্ষায় নামার আগেই পাকিস্তান শিবিরে দুঃসংবাদ

  09-12-2023 12:03AM

পিএনএস ডেস্ক : বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান। ফেভারিটের তকমা নিয়ে টুর্নামেন্টে গিয়ে সেরা চারে উঠতে বাড়েনি বাবর আজমের দল। বিশ্ব আসরের পর দল এবং নির্বাচক প্যানেলে বেশকিছু পরিবর্তন আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন দল নিজেদের প্রথম মিশনে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আগামী ১৪ ডিসেম্বর।

বিশ্বের যেকোনো কন্ডিশনে অস্ট্রেলিয়া শক্তিশালী প্রতিপক্ষে। ঘরের মাঠে তো তারা তুলনাহীন। এমন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। ইনজুরিতে পড়েছেন দলটির স্পিনার আবরার আহমেদ।

পূর্ণাঙ্গ সিরিজে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ায় প্রাইম মিনিস্টার একাদশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলছে পাকিস্তান। চলমান সেই ম্যাচে চোট পেয়েছেন আবরার। এই চোটের কারণে তাকে পাওয়ার ব্যাপারে শঙ্কা তৈরি হয়েছে।

ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচে চোটে পড়ার আগে ২৭ ওভারে ৮০ রান খরচায় একটি উইকেট নিয়েছেন আবরার। ইতোমধ্যেই তার বিকল্প খুঁজতে শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল। শনিবার (৯ ডিসেম্বর) তার পায়ে এমআরআই স্ক্যান করানোর কথা রয়েছে। সেখানে তার চোট যদি গুরুতর বলে ধরা পড়ে, প্রথম টেস্ট থেকে নিশ্চিতভাবেই ছিটকে যাবেন আবরার।

অজিদের বিপক্ষে পাকিস্তানের স্কোয়াডে আবরার বাদে বিশেষজ্ঞ স্পিনার বলতে আছেন কেবল নোমান আলী। ফলে খুব বেশি ভাবার মতো অপশনও নেই পাকিস্তানের হাতে। এখন পর্যন্ত নোমান আলী ১৫টি টেস্ট খেলেছেন, যেখানে তার শিকার ৪৭ উইকেট। তবে ধীরগতির এবং নিচু মানের উইকেটে খেলেছেন তিনি, পার্থে যার বিপরীত কন্ডিশনে খেলতে হতে পারে নোমানকে।

আবরার এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে কেবল ৬টি টেস্ট খেলেছেন, তার অভিষেক হয়েছিল গত বছরের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে। সেখানে প্রথম টেস্টেই তিনি ১১ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন। সবমিলিয়ে এখন পর্যন্ত সাদা পোশাকে তার শিকার ৩৮টি। ফলে নিঃসন্দেহে আবরার পাকিস্তানের জন্য এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ ছিল। নতুন করে শান মাসুদের টেস্ট দলে শেষ পর্যন্ত শাদাব খান কিংবা উসামা মিরের মতো লেগস্পিনারকেও ডাকার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে বিগ ব্যাশে মেলবোর্ন স্টারের হয়ে খেলার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন মির।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন