চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচসূচি, প্রতিপক্ষ যারা

  24-12-2024 07:11PM

পিএনএস ডেস্ক: দীর্ঘ নাটকীয়তার পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫ আসর শুরুর মাত্র ৫৬ দিন আগে সময়সূচি ঘোষণা করা হয়েছে। যেখানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। সেখানে তাদের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির। টুর্নামেন্টের দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা মাঠে নামবে।

পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যাবে না বলেই দীর্ঘ সময় ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা নিয়ে নাটকীয়তা চলেছে। শেষমেষ হাইব্রিড মডেলেই হতে যাচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্টটি। সে অনুসারে পাকিস্তানের পাশাপাশি টুর্নামেন্টের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে হবে। মধ্যপ্রাচ্যের ওই শহরেই ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আসরের কাউন্টডাউন শুরু হয়েছিল অনেক আগে। সূচিও ঘোষণা করার কথা ছিল ন্যূনতম তিন মাস আগে। কিন্তু হাইব্রিড মডেল নিয়ে ভারত-পাকিস্তানের দ্বিধাগ্রস্ত অবস্থান ক্রমেই সেই সময় পিছিয়ে দিয়েছে। আসন্ন টুর্নামেন্টের গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ। এ ছাড়া গ্রুপ ‘বি’তে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। টুর্নামেন্টের পর্দা উঠবে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচ সূচি:
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারতের খেলা দুবাই।
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা রাওয়ালপিন্ডিতে।
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা রাওয়ালপিন্ডিতে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন