‘লঞ্চ থুইয়া কুম্মে গেলা’ম্যাচশেষে বরিশালকে খোঁচা রংপুরের

  20-02-2024 10:42AM



পিএনএস ডেস্ক: বিপিএলের হাইভোল্টেজ এক ম্যাচই দেখেছে বাংলাদেশ। দেশের ক্রিকেটের বড় দুই নাম তামিম ইকবাল এবং সাকিব আল হাসান মাঠে নামলেন একে অন্যের প্রতিপক্ষ হয়ে। দুজনের মাঝে সম্পর্কের অবনতির কথা অনেক আগে থেকেই সবার জানা। সম্পর্কের সেই তিক্ততা নতুন করে আলোচনায় এসেছে গতকাল (সোমবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সাকিব আল হাসানের রংপুর রাইডার্স এবং তামিম ইকবালের ফরচুন বরিশাল মুখোমুখি হয়েছিল চট্টগ্রামের রানসহায়ক উইকেটে। হাইভোল্টেজ ম্যাচে উত্তাপ ছড়িয়েছে প্রত্যাশামতোই। বরিশালের ১৫২ রানের জবাব দিতে রংপুরকে খেলতে হয়েছে ইনিংসের শেষ ওভার পর্যন্ত। হারাতে হয়েছে ৯ উইকেট।

এমন এক ম্যাচের মাঝে উত্তাপ ছড়িয়েছে তামিম-সাকিবের ব্যক্তিগত দ্বন্দ্বের গল্পটাও। তামিমকে নিজের স্পেলের প্রথম বলেই আউট করেছিলেন সাকিব। আবার ব্যাট হাতে সাকিব যখন আউট হয়েছেন, তখন ব্যাঙ্গাত্মক উদযাপন করে সাকিবকে তা ফিরিয়েও দিয়েছিলেন তামিম।

মাঠের সেই লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ফেসবুকে ম্যাচ জয়ের ফটোকার্ড শেয়ার করা স্বাভাবিক। তবে রংপুর রাইডার্স যেন নিজেদের জয় উপযাপন করতে গিয়ে বরিশালকে খোঁচা দিতে ভুলল না। জয়ের পর রংপুর রাইডার্স তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটা ফটোকার্ড শেয়ার করেছে। যেখানে লেখা, ‘এই মনু লঞ্চ থুইয়া কম্মে গেলা...।’ বরিশালের আঞ্চলিক ভাষায় দেওয়া এই পোস্টের অর্থ দাঁড়ায়- লঞ্চ রেখে কোথায় গেলে।

সেই ছবির ক্যাপশনেও বরিশালকে খোঁচা দিতে ভোলেনি রংপুর। বরিশালের স্লোগানকে খানিক খোঁচা দিয়ে লেখা হয়েছে, 'মনু রে মনু, জেতছে ব্যাডা...?' এমনকি উইনিং মোমেন্টের ভিডিওর ক্যাপশনে লেখা, মনুদের লঞ্চ ডুবিয়ে দেওয়ার মুহূর্ত। দুইদলের মাঠের উত্তাপ যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আকারে ছড়িয়েছে, তা বলাই বাহুল্য।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন কাইল মেয়ার্স। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৩ বলে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন