পিএনএস ডেস্ক: চলমান বিপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে রংপুর রাইডার্স। যেখানে গ্রুপ পর্বের ১২ ম্যাচের মধ্যে ৯টিতে জয় নিয়ে প্লে-অফ নিশ্চিত করে তারা। আজ সোমবার প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর। এখানে জয়ী দল চলে যাবে সরাসরি দশম আসরের ফাইনালে।
বিগ ম্যাচের আগে গতকাল রোববার গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নুরুল হাসান সোহান। অনেক প্রশ্নের মাঝে উঠে এসেছে সোহানের ব্যাটিং ফর্ম নিয়েও। মারকুটে ব্যাটার হিসেবে তকমা জুটলেও, সেই অর্থে ব্যাটিং ঝড় দেখা যায়নি সোহানের ব্যাটে।
তবে এসব নিয়ে প্রশ্নের পর কিছুটা যেন ক্ষিপ্তই হলেন সোহান। জবাব দিতে গিয়ে পাল্টা সাংবাদিকের দিকেই প্রশ্ন ছুঁড়ে দিয়ে সোহান বলেন, 'অফ ফর্ম বলতে… ব্যাটে রান হচ্ছে না বলতে কী ১২ ম্যাচের মধ্যে ১২ ম্যাচেই রান করব ভাইয়া? পাঁচটা ম্যাচে যে অবদান রাখছি দেখছেন? হয়ত আপনি আমাকে পছন্দ করেন না নাহলে খেলা বুঝেন না।’
এখানেই থামেননি সোহান। পরিসংখ্যানের কথা উল্লেখ করে বলেন, ‘খেলা বুঝলে… আমি যে জায়গায় খেলতেছি ওইটার পরিসংখ্যান দেখবেন, কোন পজিশনে ব্যাটিং করেছি, কত রান করেছি- সেগুলো দেখে তারপর প্রশ্ন করা উচিত।'
চলমান বিপিএলে সোহান পারফর্ম করছেন দলের চাহিদা অনুযায়ী। ব্যাটিং করছেন চার কিংবা পাঁচ- আবার কখনো ছয় নম্বরে। রংপুর অধিনায়কের লক্ষ্য প্লে-অফেও দলের চাহিদা অনুযায়ী ব্যাটিং করার লক্ষ্য থাকবে তার।
এ সময় সোহান বলছিলেন, 'দলের জন্য অবদান রাখার লক্ষ্য থাকে সবসময়। দল আমার কাছে কী চাচ্ছে, আমি ওটা দিতে পারছি কী না। ওটাই আসলে করার চেষ্টা করব।'
পিএনএস/এমএইউ
‘হয় আপনি আমাকে পছন্দ করেন না, না হয় খেলা বুঝেন না’
26-02-2024 02:30PM