আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মুস্তাফিজ: ডোনাল্ড

  13-04-2024 04:47PM



পিএনএস ডেস্ক: জাতীয় দলের জার্সিতে নিজেকে হারিয়ে খুঁজছেন মুস্তাফিজুর রহমান। তবে চলমান আইপিএলে সেরা ছন্দে রয়েছেন তিনি। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন ফিজ। এতে শুরুর দিকে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন এই টাইগার পেসার।

এমন পারফরম্যান্সের কারণে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তির মতে, আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মুস্তাফিজ।

সম্প্রতি ক্রিকবাজের সঙ্গে আলোচনায় ডোনাল্ড বলেন, ‘বোলিং দেখে মনে হচ্ছে মুস্তাফিজ তার স্টক ডেলিভারিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। বোলিংয়ে শুধু তার গতিই নয়, বৈচিত্র্যও আছে। সেরা ছন্দে আছে। বেশ নিয়ন্ত্রিত লাগছে। সতেজ মনে হচ্ছে এবং নিজের ক্রিকেট উপভোগ করছে।’

মুস্তাফিজকে নতুন বলে বেশ কার্যকরী মনে হচ্ছে ডোনাল্ডের, ‘নতুন বলে শুরু থেকে ছন্দ পাচ্ছে। বল ভেতরে নিতে পারছে আবার বাইরেও টেনে নিচ্ছে। এখন যেটা ও করছে সেটা সব সময় চাহিদা ছিল।’

বাংলাদেশ দলের সঙ্গে থাকাকালীন মুস্তাফিজকে নিয়ে আলাদা কাজ করেছেন জানিয়ে ডোনাল্ড বলেন, ‘বিশ্বকাপে কিছুটা দেখাতে শুরু করেছিল কিন্তু ধারাবাহিকতা থাকেনি। কখনো না কখনো এটা হতে পারে। ট্রেনিংয়ে যখন এটা হওয়া শুরু করলো তখন আমি ও ফিজ এটা নিয়ে আরো কাজ করা শুরু করেছিলাম। আমরা স্লোয়ার বলে বাড়তি নিয়ন্ত্রণ রাখার কাজ করেছিলাম। এখন যেভাবে বোলিং করছে ঠিক সেটাই আমরা করছিলাম।’

আগামী ১৪ এপ্রিল মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। যেখানে তাদের প্রতিপক্ষ মুম্বাই। ম্যাচটি হবে মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়েতে।

এদিকে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে তিনটিতে জিতেছে চেন্নাই। তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে মুস্তাফিজের দল।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন