আইসিসিপ্রধান জয় শাহর কাছে যে প্রত্যাশা ইউনিস খানের

  29-08-2024 04:44PM

পিএনএন ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। আইসিসির চেয়ারম্যান হওয়ায় জয় শাহকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান। একই সঙ্গে জয় শাহর কাছে নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেছেন তিনি।

ইউনিস বলেন, ‘জয় শাহকে আইসিসি প্রধান হিসেবে নিয়োগ দেওয়ায় ক্রিকেটের উন্নতি হওয়া উচিত। জয় শাহকে স্পোর্টসম্যান স্পিরিট দেখাতে হবে, কারণ আইসিসি প্রধানের ভালো উদ্যোগে ভারত ক্রিকেট খেলতে পাকিস্তানে আসতে পারে। একইভাবে পাকিস্তান ভারত সফর করতে পারে।’

সম্প্রতি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। সেই হার নিয়েও কথা বলেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

ইউনিস বলেন, ‘হোম কন্ডিশনে ক্রিকেট খেলার জন্য সবসময় চাপ থাকে। চাপটা শুষে নিতে না পারলে খেলোয়াড়দের কী লাভ? খেলোয়াড়দের তাদের মনোবল বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। কেননা, সবাই দেখছে এটা। পিচ দ্রুত হোক বা ধীর হোক। আমরা সেই সময়ে জয় পেয়েছি যখন দেশে কোনো আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছিল না।’

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব রয়েছে, পিসিবি প্রধানের এমন মন্তব্যে জবাবে ইউনিস বলেন, ‘আমি নিশ্চিত নই কেন পিসিবি চেয়ারম্যান মনে করেন ঘরোয়া ক্রিকেটে প্রতিভা নেই। ঘরোয়া সার্কিটে আমাদের প্রচুর প্রতিভা আছে।’

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন