প্রথম বাংলাদেশি হিসেবে ৬০০০ রানের মাইলফলকে মুশফিক

  22-10-2024 07:59PM

পিএনএস ডেস্ক: মিরপুর টেস্টে মাঠে নামার আগে অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়েছেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে দ্রুত আউট হলেও দ্বিতীয় ইনিংসে সেই মাইলফলক স্পর্শ করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ৬০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

মিরপুরে দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০২ রানের লিডের জবাব দিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে মাহমুদুল হাসান জয় এবং মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা।

মঙ্গলবার (২২ অক্টোবর) দ্বিতীয় দিনে ২৭ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ রান তুলতে পেরেছে ১০১। এতে দক্ষিণ আফ্রিকার থেকে এখনও ১০১ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। জয় ৩৮ ও মুশফিক ৩১ রানে অপরাজিত রয়েছেন।

এদিন শান্ত বিদায় নেওয়ার পর ব্যাটিংয়ে এসে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন মুশফিকুর রহিম। এতে ১০০ রানের কোটা পার করে বাংলাদেশ। সেই সঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে ৬০০০ রানের মাইলফলকে পৌঁছান তিনি।

মুশফিক টেস্ট ক্রিকেটে ছয় হাজার রান করতে খেলেছেন ৯১ টেস্টে, ইনিংস ছিল ১৭২ টি। বাংলাদেশের জার্সিতে ছয় হাজারি ক্লাবের ধারেকাছেও নেই আর কেউই। দ্বিতীয় স্থানে থাকা তামিম ইকবালের সংগ্রহ ৭০ ম্যাচে ৫ হাজার ১৩৪ রান। আর ৪ হাজার ৬০৯ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। চারে থাকা মুমিনুল হক ৬৬ ম্যাচে রান করেছেন ৪ হাজার ২৬৯।

উল্লেখ্য, আরও একটি মাইলফলক গড়ার পথে রয়েছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ভেন্যুতে ৫ হাজার রান করতে যাচ্ছেন তিনি। এজন্য মিরপুর টেস্টে তাকে করতে হবে ৪৪ রান। দুই ইনিংস মিলিয়ে তার রান এখন পর্যন্ত ৪২। কাল মাত্র ২ রান করলেই তিনি গড়ে ফেলবেন সেই কীর্তিও।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন