নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬ জেলে আটক

  22-10-2024 09:18PM

পিএনএস ডেস্ক: নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের গোসাইরহাটে ইলিশ শিকারের দায়ে ছয় জেলেকে আটক করা হয়েছে। একই সঙ্গে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, দুপুর থেকে মা ইলিশ রক্ষায় উপজেলার মেঘনা নদীতে অভিযানে নামে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার সময় ছয় জেলেকে আটক করা হয়। পাশাপাশি ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য আট লাখ টাকা। এছাড়া অভিযানে একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা জব্দ করা হয়।

অভিযানে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ, গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেয়।

গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম গণমাধ্যমকে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ছয় জেলেকে আটক করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত রাখা হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন