পিএনএস ডেস্ক: সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী দল। তাই আজকের ম্যাচটি টাইগ্রেসদের জন্য মান বাঁচানোর লড়াই। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা আইরিশ মেয়েরা ফুরফুরে মেজাজে মাঠে নেমেছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৯ ডিসেম্বর) টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটিংয়ের শুরুটায় ঠান্ডা মেজাজে ছিলেননা নিগার সুলতানারা। ওপেনিংয়ে সোভানা মোস্তারিকে সঙ্গে নিয়ে মাঠে নামেন মুরশিদা খাতুন। অপরদিকে ফিল্ডিংয়ে শক্ত অবস্থান দেখায় আয়ারল্যান্ড মেয়েরা। পেস আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে টাইগ্রেস শিবিরকে। দলীয় ৩৩ রানে প্রেন্ডারগাস্টের শিকারে সাজঘরে ফিরে যান মুরশিদা খাতুন। ওয়ান ডাউনে নামেন শারমিন আখতার। পাওয়ার প্লে শেষে টাইগ্রেসদের সংগ্রহ দাড়ায় এক উইকেটে ৪৯ রান।
পিএনএস/আনোয়ার
ব্যাটিংয়ে লড়াইয়ের আভাস দিচ্ছে বাংলাদেশ
09-12-2024 10:45AM