এখনো পারিশ্রমিক পাননি, তবু আশায় বুক বাঁধছেন বিজয়

  30-12-2024 08:13PM

পিএনএস ডেস্ক: বিতর্ক আর বিপিএল দুটি সমার্থক শব্দ–এটা বললে মোটেও অত্যুক্তি হবে না। একেবারে নির্ঝঞ্ঝাটভাবে বিপিএল আয়োজন করা যেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। নাজমুল হাসান পাপনের বিদায়ের পর বিসিবিতে নতুন নেতৃত্ব এসেছে। তারা সুশৃঙ্খলভাবে বিপিএল আয়োজনের স্বপ্ন দেখিয়েছিলেন।

কিন্তু কীসের কী! বিপিএল শুরুর আগেই টিকিট নিয়ে চলছে নাটকের পর নাটক। স্টেডিয়ামের সামনে টানা দুই দিন ভাঙচুর-হট্টগোল দেখা গেছে। এছাড়া বিপিএলের মানোন্নয়নে বিনিয়োগের জায়গায় কোটি কোটি টাকা খরচ করে একের পর এক কনসার্ট আয়োজনও সমালোচকদের চোখে লেগেছে।

এর মধ্যে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মে থাকলেও এখনো পারিশ্রমিক পাননি ক্রিকেটাররা।

আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। ম্যাচে রাজশাহীকে ৪ উইকেটে হারিয়েছে বরিশাল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পারিশ্রমিককে বিষয়ে প্রশ্ন করা হয় রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়কে।

তিনি বলেন, ‘আসলে আমরা এখনো (পারিশ্রমিক) পাইনি। কেউ-ই পায়নি। আমার মনে হয় যে, বিপিএলটা শুরু হয়েছে। আমরা কোনো প্রশ্ন বা কমপ্লিকেশন না তুলি। প্লেয়াররা আমরা (এমনটা) চাই না। আসলে বিপিএলটা ওয়ার্ল্ড ক্রিকেটের সবাই দেখে। তাই এরকম কোনো সংবাদ না আসুক আমাদের কাছে। কিংবা আমাদের দেখতে হয়, বিশ্ব ক্রিকেটে এমন সংবাদ আসতেছে, কোনো পারিশ্রমিক হচ্ছে না। আমরা ইতিবাচক ভাবে চিন্তা করি। অবশ্যই একটা গোছালো পরিবেশ তৈরি হবে।’

এদিকে শেষমুহূর্ত পর্যন্ত বিপিএলের বেশিরভাগ দলের জার্সি প্রকাশ করা হয়নি। এমনকি উদ্বোধনী ম্যাচে টসের সময় প্র্যাকটিস কিট গায়ে জড়িয়ে এসেছিলেন বিজয়। সে প্রসঙ্গে বিজয়ের ভাষ্য, ‘আমাদের অনেকের জার্সিও এসেছে অনেক দেরিতে। তাই বিপিএলটাকে আমরা পজিটিভ ওয়েতে নিতে চাই। অবশ্যই মালিকরা (পারিশ্রমিক) না দিয়ে তো যাবে না। কিংবা বিসিবি আছে, তারাও তো এটাকে অর্গানাইজ করবে। তাই আমরা এটাকে অবশ্যই পজিটিভ ওয়েতে নিচ্ছি যে, সময় সাপেক্ষের কারণে হয়তো বা বিলম্ব হয়েছে। আশা করি তারা যথাযথভাবে এটা অর্গানাইজ করবে।’

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন