পিএনএস ডেস্ক: গেল বছরের বহুল আলোচিত সুপারহিট ছবি ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত ও শাকিব খান অভিনীত ছবিটি সিনেপাড়ায় ব্যাপক হইচই ফেলে দিয়েছিল। দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শো’য়ের রেকর্ডও গড়েছিল সিনেমাটি। ব্লকব্লাস্টার তুফানের নায়ক বাংলাদেশের সুপারস্টার শাকিব খান রূপালি দুনিয়ার পর নাম লিখিয়েছিলেন ক্রিকেট দুনিয়ায়।
ঢালিউড কিংয়ের দল ঢাকা ক্যাপিটালসকে নিয়েও আলোচনা ছিল তুঙ্গে। যদিও মাঠের খেলায় যারপরনাই হতাশ করেছে ঢাকাইয়া ফ্র্যাঞ্চাইজিটি। টানা পাঁচ হারে নিজেদের অভিষেক আসরেই প্রথম দল হিসেবে বিদায়ের দ্বারপ্রান্তে। সোশ্যাল মিডিয়াতেও কম ট্রল হয়নি ঢাকাকে নিয়ে। কেউ কেউ এমনও বলছেন, এবার বুঝি ব্যাট নিয়ে শাকিব খানকেই নেমে পড়তে হয় কি না!
এর মধ্যেই আচমকা ‘তুফান’ দেখা গেল সিলেটের মাটিতে। এবার শাকিবের দল ঢাকা ক্যাপিটালসের হয়ে তুফান ছোটালেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। দুই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়ে তছনছ হয়ে গেছে বিপিএলের রেকর্ডবুক।
আজ (রোববার) সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএলের ম্যাচে বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকান ঢাকা ক্যাপিটালসের ওপেনার লিটন দাস। ৮ চার ৭ ছক্কায় সাজানো ইনিংসে ৪৪ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি এখন লিটনের।
এই রেকর্ড ভাগাভাগি করছেন ক্রিস গেইলের সঙ্গে। ইউনিভার্স বস খ্যাত গেইল ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১২ সালে, সিলেট রয়্যালসের বিপক্ষে। লিটনও সমানসংখ্যক বল খেলে সেঞ্চুরি পেলেন। বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪০ বলে।
রেকর্ডের পাতায় অবশ্য নাম তুলেছেন তার সঙ্গী তানজিদ হাসান তামিমও। লিটন দাসের সঙ্গে তিনিও হয়েছেন ইতিহাসের অংশ। সেঞ্চুরি পেয়েছেন ইনিংসের শেষ ওভারে। ১০৮ রানে ফিরে গিয়েছেন তিনি। তবে ফেরার আগে নিশ্চিত করেছেন মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিপিএলে একের বেশি সেঞ্চুরি। তামিম ইকবালের সঙ্গে বিপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ২টি সেঞ্চুরি এখন তানজিদ তামিমের।
বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডও এখন এই দুজনের। পেছনে ফেলেছেন ২০১৭ আসরের ফাইনালে ব্রেন্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইলের ২০১ রানের জুটি। তানজিদ তামিম এবং লিটন কুমার দাস আজ করেছেন ২৪১ রান। এই জুটিই ভেঙেছে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।
দুর্বার রাজশাহীর বোলারদের তুলোধুনো করে ঢাকা ক্যাপিটালস শেষ পর্যন্ত থেমেছে ১ উইকেটে ২৫৪ রান নিয়ে। বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানটাও এখন ঢাকা ক্যাপিটালসের দখলে। পেছনে পড়েছে ২০১৯ সালে চট্টগ্রামের বিপক্ষে রংপুর রাইডার্সের ২৩৯ রানের রেকর্ড। এ ছাড়া প্রথম উইকেটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সর্বোচ্চ পার্টনারশিপ। আইপিএলে এর আগে বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স ১ম উইকেটে তুলেছিলেন ২২৯ রান।
বিপিএলে ঢাকার প্রথম ম্যাচ মাঠে বসে দেখেছিলেন শাকিব খান। খেলা শেষে হতাশা নিয়েই মাঠ ছাড়েন ঢালিউড সুপারস্টার। আজ অবশ্য তার দলের পারফরম্যান্স নিয়ে খুশিই হতে পারেন তিনি।
এসএস
শাকিব খানের তুফান এবার মাঠে!
12-01-2025 09:16PM