পিএনএস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো ফরম্যাটেই জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। প্রথমবার তারা ক্যারিবীয় ভূমিতে সফরে গিয়ে ইতিহাস গড়েছে। প্রথম ওয়ানডে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় নিগার সুলতানা জ্যোতির দল। সেই ম্যাচই বাংলাদেশের ২০২৭ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ খুলে দিয়েছে। এক্ষেত্রে আর একটি ম্যাচের দূরত্বে টাইগ্রেসরা, সেই লক্ষ্যে তারা মাঠে নামছে আজ (শুক্রবার)।
দিবাগত রাত ১২টায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী দল। এই ম্যাচ জিতলেই পরবর্তী নারী বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিদের। এমনকি ম্যাচের ফল না এলেও বাংলাদেশই লাভবান হবে। তবে হারের সুযোগ নেই জ্যোতি-পিংকিদের সামনে। হার ব্যতীত যেকোনো ফলাফলই তাদের কাঙ্ক্ষিত ছয় নম্বর দল হিসেবে বিশ্বকাপে তুলে দেবে।
ওয়ানডে ওমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে বাংলাদেশের অবস্থান সাত নম্বরে। অবশ্য তাদের সমান ২১ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের মেয়েরা ছয় নম্বরে রয়েছে। টেবিলের শীর্ষ পাঁচটি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে, আর আয়োজক হিসেবে ২০২৭ আসরটিতে সরাসরি খেলবে ভারত। এমন সমীকরণ মাথায় নিয়েই ওমেন্স চ্যাম্পিয়নশিপ চক্রের সর্বশেষ ম্যাচে আজ বাংলাদেশ ও ক্যারিবীয় মেয়েরা মুখোমুখি হতে যাচ্ছে।
এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য কিউই মেয়েদের পয়েন্ট টেবিলে টপকে যাওয়া। তবে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নেই ক্যারিবীয়দের সামনে। কারণ তারা ১৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে। প্রথম ছয় দলের বাইরে তালিকায় থাকা বাকি ৪ দলকে খেলতে হবে বিশ্বকাপ বাছাইপর্ব। সহযোগী দেশের প্রাক-বাছাইপর্ব থেকে তাদের সঙ্গে যোগ দেবে আরও দুটি দল। এরপর ছয় দলের বাছাইপর্ব থেকে দুটি দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে। বাংলাদেশ না জিতলে তাদেরকেও খেলতে হবে বাছাইপর্ব।
আয়োজক দেশ হিসেবে ভারত তো থাকছেই, এর বাইরে নারী বিশ্বকাপের টিকিট কেটেছে সর্বোচ্চ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কান মেয়েরা। বাকি কেবল একটি স্লট। সেই জায়গা পূরণে লড়াইয়ে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অজিরা। এ ছাড়া ভারত ৩৭, ইংল্যান্ড ৩২, দক্ষিণ আফ্রিকা ২৫ ও শ্রীলঙ্কা ২২ পয়েন্ট নিয়ে যথাক্রমে অবস্থান করছে।
প্রসঙ্গত, প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা এনেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। আগের ওয়ানডেতে ক্যারিবীয়দের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে টাইগ্রেসরা ১৮৪ রান করে। লক্ষ্য তাড়ায় নাহিদা আক্তারদের ঘূর্ণিতে মাত্র ১২৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। এই প্রতিপক্ষের সঙ্গে ৬০ রানে বাংলাদেশ প্রথম জয় নিশ্চিত করে।
পিএনএস/রাশেদুল আলম
বিশ্বকাপের টিকিট নিশ্চিতে করতে মাঠে নামছে বাংলাদেশ
24-01-2025 10:14PM