বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট

  26-01-2025 01:57PM

পিএনএস ডেস্ক: ঢাকায় শুরু হয়ে সিলেট ও চট্টগ্রাম সফরে গিয়েছিল বিপিএল। ২২ দিনের সফর শেষে ফের ঢাকায় ফিরেছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চলতি আসর। আজ রোববারের দুটি ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের শেষ পর্ব।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২ দিন বিরতি দিয়ে শুরু হওয়া বিপিএলের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। টসভাগ্য সহায় হয়েছে সিলেটের। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক আরিফুল হক। আগে বোলিং করবে তামিম ইকবালের বরিশাল।

৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বরিশাল। সিলেটের অবস্থান টেবিলের তলানিতে, ৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪। এরই মধ্যে প্লে অফ মোটামুটি নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স। বরিশালের অবস্থাও ভালো। বাকি দুই স্থানের জন্য প্রতিযোগিতায় আছে ৩টি দল- দুবার্র রাজশাহী, খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন