সিলেটকে হারিয়ে প্লে-অফে বরিশাল

  26-01-2025 06:07PM

পিএনএস ডেস্ক: বিপিএলে তামিম ইকবাল-মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে সিলেট সিক্সার্সকে বড় ব্যবধানে হারিয়েই রংপুর রাইডার্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ খেলা নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। সিলেটকে ১১৬ রানে অলআউট করে স্কোরটা ৪ ওভার ও ৮ উইকেট হাতে রেখে সহজ জয় পায় বরিশাল।

রোববার (২৬ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক আরিফুল হক। সিলেটকে ১১৬ রানে অলআউট করে তামিম ইকবাল-মুশফিকুর রহিমের দল। জবাবে ইনিংসের শেষ বলে চার মেরে দলের জয় নিশ্চিতের পাশাপাশি নিজের তৃতীয় হাফসেঞ্চুরি পূরণ করেছেন তামিম। এই জয়ে ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে বরিশালের অবস্থান এখন দুই নম্বরে।

আগে ব্যাট করতে নেমে পাকিস্তানি মিডিয়াম পেসার ফাহিম আশরাফের কাছেই মূলত আত্মসমর্পণ করে সিলেটের ব্যাটসম্যানরা। ৩.১ ওভার বল করে মাত্র ৭ রানে ৫ উইকেট পেয়েছেন ফাহিম। পাকিস্তানি মিডিয়াম পেসার ফাহিম আশরাফের আগে বিপিএল ইতিহাসে তার চেয়ে কম রানে কমপক্ষে ৫ উইকেট নেওয়ার ঘটনা আছে মাত্র একটিই। ২০১১-১২ মৌসুমে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি। বিপিএলে এ ছাড়া ১০ রানের কম খরচে ৫ উইকেট পেয়েছেন শুধু ওয়াহাব রিয়াজ। ২০১৯-২০ মৌসুমে ঢাকা প্ল্যাটুনের হয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৮ রানে ৫ উইকেট নেন এই পাকিস্তানি ফাস্ট বোলার।

আজ প্রথমে মোহাম্মদ নবী এবং পরবর্তীতে ফাহিম আশরাফের বোলিং তোপে পড়ে সিলেট। বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সিলেটের কোনও ব্যাটারই থিতু হতে পারেননি। আহসান ভাট্টির ব্যাট থেকে সর্বোচ্চ ২৮ রান আসে। এছাড়া জাকের আলী ২৪, তানজিম হাসান সাকিব ১৩ এবং আরিফুল হকের ১২ রানে সিলেট কোনও রকমে ১১৬ রান সংগ্রহ করে।

বরিশাল ফরচুনের হয়ে সেরা বোলার আশরাফ। ৭ রান খরচায় পাকিস্তানি এই পেসার নিয়েছেন ৫টি উইকেট। ম্যাচসেরাও তিনি। এছাড়া নবী ও জেমস ফুলার নিয়েছেন দুটি করে উইকেট। রিশাদ নেন একটি উইকেট।

১১৬ রানের জবাবে দলীয় ৩৯ রানে তাওহীদ হৃদয় (৬) ও ডেভিড মালান (৯) আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি বরিশালের। তৃতীয় উইকেটে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম মিলে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেছেন। মুশফিক ৩০ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪২ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে তামিম ৫১ বলে ৬ চারে অপরাজিত ছিলেন ৫২ রানে। এবারের বিপিএলে এটি তার তৃতীয় ফিফটি।

সিলেটের বোলারদের মধ্যে নাহিদুল ইসলাম ও সুমন খান প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

সিলেট সিক্সার্স: ১৮.১ ওভারে ১১৬ (ভাট্টি ২৮, জাকের ২৪; ফাহিম ৫/৭, ফুলার ২/২৩, নবী ২/২৬)।

ফরচুন বরিশাল: ১৬ ওভারে ১২০/২ (তামিম ৫২*, মুশফিক ৪২*; সুমন ১/১৭)।

ম্যান অব দ্য ম্যাচ: ফাহিম আশরাফ।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন