পিএনএস ডেস্ক: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বদল এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। নতুন বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। একই সঙ্গে বোর্ডের নতুন পরিচালক হিসেবে যোগ দেন ক্রিকেট সংগঠক ও কোচ নাজমুল আবেদীন ফাহিম। নাজমুল হাসান পাপন জমানার পর গত কয়েক মাসে বিসিবির প্রতিনিধি হিসেবে ঘুরেফিরে এ দুজনকেই ক্যামেরার সামনে বেশি দেখা গিয়েছে। তবে এবার তাদের সম্পর্কে অবনতির গুঞ্জন শোনা যাচ্ছে।
অভিযোগের তির বিসিবি সভাপতি ফারুক আহমেদের দিকে। বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে তার প্রতি। দেশের এক বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে পরিচালক ফাহিম স্বীকার করেছেন বিষয়টি। বিসিবি থেকেও পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।
দুজনের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় বিসিবির আরেক পরিচালকের সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তিনি ঢাকা পোস্টকে বলছিলেন, 'এখনো জানি না পদত্যাগের বিষয়টি। একটা সমস্যা চলছিল সেটা জানতাম, হয় না উষ্ণ প্রকাশ আপনার সাথে কথা বলতেছি আমি তখন যদি একটু (অন্যভাবে বলি) তখন তো বোঝা যায়। হয় না দুজন দুজনের সাথে একটা সমস্যা....এটা তো সবাই জানে যে একটা দূরত্ব চলছিল।'
ঠিক কী বলেছিলেন বোর্ড সভাপতি, সেটা অবশ্য ক্যামেরার সামনে প্রকাশ করেননি দেশের এই বর্ষীয়ান কোচ ও ক্রিকেট সংগঠক। ‘ওরকম একটা মন্তব্য… আমি স্পেসেফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়ত আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না।’
নাজমুল ফাহিমের ভাষ্য, ‘আমি জানিনা কেন প্রেসিডেন্ট আমার ব্যাপারে কমেন্ট করেছে। তবে আমি খুব অবাকও হয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমি মোটেই আশা করিনি ওরকম একটা মন্তব্য। আর সেটা অনেকগুলো মানুষের সামনে। সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিল।’
এমনকি বোর্ড থেকে সরে যাওয়ার কথাও সেই টিভি চ্যানেলের সামনে বলেছেন নাজমুল আবেদিন ফাহিম, ‘আমার মাঝেমধ্যে মনে হয় বোর্ডে না থাকলেই বুঝি ভালো হয়। কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি, তা বোর্ডে থেকে সম্ভব না। আমি যদি বোর্ডে থাকি, আমাকে কাজ করতে হবে। যদি কাজ করতে না পারি, তারচে ভালো বাইরে থাকা।’
এসএস
ফাহিম ও বিসিবি সভাপতিকে নিয়ে যা জানা গেল
05-01-2025 04:08PM