চ্যাম্পিয়ন্স ট্রফিকে ‘ডট বলের’ ‍টুর্নামেন্টে পরিণত করছে বাংলাদেশ!

  24-02-2025 09:15PM

নিজস্ব প্রতিবেদক: আধুনিক ক্রিকেটে প্রতিনিয়ত অনেক পরিবর্তন ঘটছে। ইংল্যান্ড তো টেস্ট ফরম্যাটেও টি-টোয়েন্টির আক্রমণাত্মক ভাব যোগ করেছে তাদের ‘বাজবল’ ঘরানার পারফরম্যান্স দিয়ে। অন্য দলগুলোও খুব একটা পিছিয়ে নেই, ফরম্যাট বিবেচনা না করেই দ্রুত রান তুলতে মনোযোগী তারাও। কিন্তু বাংলাদেশ সেসবের ধার ধারতে রাজি নয়। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ‘ডট বল’ দেওয়াকে যেন ধ্যান-জ্ঞানে পরিণত করেছে!

৫০ ওভারের ফরম্যাটে বাংলাদেশি ক্রিকেটাররা এখনও মাঠে নামছেন অনেক আগের সেই ‘২৫০ রান’ তোলার কথা মাথায় রেখে। ইনিংসের শুরুটা ভালো-মন্দ যেমনই হোক, ওয়ানডেতে বাংলাদেশ দলের দৌড় পছন্দের অঙ্কটার আশপাশেই ঘোরাফেরা করে। প্রতিপক্ষ দলের শক্তিমত্তা যেমনই হোক, এর বেশি রান তোলার নিবেদনটাও নেই অভিজ্ঞ মুশফিক–শান্ত কিংবা মেহেদী মিরাজদের ব্যাটে। সমস্যাটা আরও প্রকট হয়ে দাঁড়িয়েছে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দুই ম্যাচ খেলে টাইগাররা ১০০ ওভারের মধ্যে ৫৬.৪ ওভারই ডট খেলেছে।

রাওয়ালপিন্ডিতে আজ (সোমবার) নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’। হারলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হবে এই সমীকরণ নিয়ে মাঠে নামে নাজমুল হোসেন শান্ত’র দল। আগের ম্যাচে ভারতের বিপক্ষে দুবাইয়ের পিচে রান তোলাটা কঠিন ছিল। ফলে কিছুটা মানানসই মনে হচ্ছিল তাদের ২২৮ রানের পুঁজিটাও! কিন্তু রাওয়ালপিন্ডির পিচ রানপ্রসবা’র জন্য খ্যাত। সেই পিচেও বাংলাদেশ টেনেটুনে কিউইদের ২৩৭ রানের লক্ষ্য দিয়েছে।

পুরো ৫০ ওভার খেলেও এই রান, অথচ পিচ স্পোর্টিং। তার মানে বড় বিপর্যয় দেখেছে বাংলাদেশ। এটি সত্যি যে, টাইগার ব্যাটাররা ইনিংসজুড়ে আসা-যাওয়ার মিছিল করেছেন। তবে এর মাঝে আরেকটি কাজও সফলভাবে করেছেন শান্ত-মুশফিক-হৃদয়রা। সেটি হচ্ছে ডট বল খেলার পছন্দনীয় কাজ। কিউইদের বিপক্ষে ৩০০ বলের ১৮১টি (৩০.১ ওভার) ডট দিয়েছেন বাংলাদেশি ব্যাটাররা। অর্থাৎ, অর্ধেকেরও বেশি বল ছেড়েছেন কোনো প্রকার রান ছাড়া।

ডেথ ওভারে যেখানে যেকোনো দল রান তোলার প্রতিযোগিতায় থাকে, সেখানে কিউই পেসার উইলিয়াম ও’রুর্ককে বাংলাদেশ উপহার দিয়েছে মেইডেন। সেটি অবশ্য টেল-এন্ডারদের কাজ। এর আগে টপ-অর্ডার ব্যাটাররা ছিলেন আরও এগিয়ে। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের প্রথম ২১ ওভারে ৮৬টি ডট বল হয়েছে। মানে ৬৮.২৫ শতাংশ বলে কোনো রানই পাননি শান্তরা। আর পুরো ম্যাচের হিসাব করলে বাংলাদেশ ডট খেলেছে ৬০.২ শতাংশ ওভার।

এক্ষেত্রে বড় কৃতিত্ব কিউই স্পিনার মাইকেল ব্রেসওয়েলের। তিনি ১০ ওভার বল করে ডট দিয়েছেন ৪৩টি বল। অর্থাৎ, ব্রেসওয়েলের প্রায় ৭২ শতাংশ বলে বাংলাদেশ কোনো রান করতে পারেনি। এমন কীর্তি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও করেছিল টাইগাররা। মোহাম্মদ শামি–অক্ষর প্যাটেলদের বিপক্ষে শান্ত’র দল ডট দিয়েছিল ১৫৯ বল বা ২৬.৫ ওভার। আর দুই ম্যাচ মিলিয়ে বাংলাদেশের খেলা ডট বলের সংখ্যা ৬০০–এর মধ্যে ৩৪০ বল বা ৫৬.৬ শতাংশ ওভার।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন