জো রুটের ব্যাটে চড়ে ইংলিশ ক্রিকেটে নতুন ইতিহাস

  22-02-2025 06:23PM

পিএনএস ডেস্ক: জো রুট ক্রিকেটের দুনিয়ায় সময়ের কিংবা প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার, সেটা একবাক্যে স্বীকার করে নেবেন যে কেউই। কিন্তু সাদা পোশাকের জো রুটের কাছেই ক্রিকেট দুনিয়া অনেক বেশি কৃতজ্ঞ। টেস্টে এই ইংলিশ ব্যাটার নিজেকে যে উচ্চতায় নিয়েছেন, সেখানে তার সঙ্গে তুলনা চলে কেবল শচীন টেন্ডুলকার কিংবা কুমার সাঙ্গাকারার সঙ্গে।

সে তুলনায় ওয়ানডে ক্রিকেটে নিজেকে খানিক গুটিয়েই রেখেছেন রুট। ২০১৯ সালে ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দিলেও ৫০ ওভারের ক্রিকেটে নিজেকে ব্যস্ত রাখেননি টপ অর্ডারের এই বিশ্বস্ত ব্যাটার। কিন্তু তাতে নিশ্চয়ই রুটকে পিছিয়ে দেয়া চলে না।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসরে নিজের প্রথম ম্যাচেই রুট পেয়েছেন ফিফটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৮ বলে ৬৮ রানের বেশ দারুণ এক ইনিংস খেলেছেন। বেন ডাকেটের সঙ্গে ১৫৮ রানের রেকর্ডগড়া জুটিও করেছেন। অ্যাডাম জাম্পার বলে আম্পায়ার্স কলে আউটের আগে ইংলিশ ক্রিকেটের ইতিহাসে গড়েছেন নতুন দুই রেকর্ড।

আগে ব্যাট করতে নেমে ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক এখন জো রুট। ইংল্যান্ডের হয়ে আগে ব্যাট করতে নেমেছেন এমন অবস্থায় রুটের রান ৩ হাজার ৭১৯। ৮৭ ইনিংসে ৪৪.৮০ গড়ে করেছেন এই রান। সেইসঙ্গে টপকে গেলেন এউইন মরগানের ৩ হাজার ৬৭১ রানকে। মরগানের চেয়ে বিশ রান কম নিয়ে আজ নিজের ইনিংস শুরু করেছিলেন। শেষ করলেন সবার ওপরে থেকে।

এদিনের ৬৮ রানের সুবাদে আরও একটা রেকর্ড নিজের নামের পাশে যুক্ত করেছেন রুট। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি গড় এখন তারই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার গড় ৫৫.৪৪। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে কমপক্ষে ৩০০ রান আছে এমন ব্যাটারদের মধ্যে এটি চতুর্থ সর্বোচ্চ। তার ওপরে গড় আছে কেবল বিরাট কোহলি (৭৮.৭১), শিখর ধাওয়ান (৭৭.৮৮), সৌরভ গাঙ্গুলি (৭৩.৮৮) এবং ড্যামিয়েন মার্টিনের (৬১.৫০)।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন