পিএনএস ডেস্ক: এবার কম্পিউটার ব্যবহারকারীদের জন্য স্ক্রিন লক সুবিধা চালু করেছে হোটায়সঅ্যাপ। ফল ব্যবহারকারীরা তাদের গোপনীয়তা রক্ষা করতে পারবেন। তারা পাবেন ব্যক্তিগত সুরক্ষা।
বর্তমানে কম্পিউটারে পাসওয়ার্ড ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। যে কারণে একই কম্পিউটারের অনেক ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। ফলে তাদের ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়ে। সেই অসুবিধা থেকে নিস্তার দিতেই এই সেবা নিয়ে হাজির হয়েছে বার্তা আদান-প্রদান অ্যাপটি।
স্ক্রিন লক সুবিধা চালু করতে কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপে ঢুকে বাঁ দিকের ওপরে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। যেতে হবে সেটিংস অপশনে। সেখানে থাকা প্রাইভেসি বাটনে ক্লিক করে পরের পৃষ্ঠার নিচের দিকে থাকা ‘স্ক্রিন লক’ অপশন নির্বাচন করে নিতে হবে।
এরপর নির্দেশনা অনুসরণ করে ৬ থেকে ১২৮ ডিজিটের পাসওয়ার্ড লিখে ‘ওকে’ বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর কতক্ষণ পর স্ক্রিন লক হবে সে সময় নির্ধারণ করে দিতে হবে। এরপরই চালু হয়ে যাবে হোয়াটসঅ্যাপের স্ক্রিন লক সুবিধা। আর যদি স্ক্রিন লক হয়ে যায় তবে ফের ঢুকতে গেলে লাগবে পাসওয়ার্ড।
পিএনএস/সোহান
হোয়াটসঅ্যাপে স্ক্রিন লক সুবিধা
25-11-2023 04:36PM