পিএনএস ডেস্ক: রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা তানভীর শেখ (১৯) হত্যা মামলার প্রধান আসামি মো. সবুজ বেপারীকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব।
সবুজ রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার শহিদ বেপারীর ছেলে। নিহত তানভীর শেখ রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পৌরসভার বিনোদপুর এলাকার বাবু শেখের ছেলে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব বলেন, ঘটনার পরদিন ১৩ নভেম্বর সকালে তানভীরের মামা আলম শেখ বাদী হয়ে সবুজকে ১ নম্বর আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করেন। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার হরিরামপুর পদ্মার চর এলাকা থেকে সবুজকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
তিনি বলেন, এর আগে গত ১৩ নভেম্বর তানভীর হত্যা মামলার ৪ নম্বর আসামি কাজল ও ৮ নম্বর আসামি রহিমকে রাজবাড়ী শহর থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত ১৭ নভেম্বর ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে মামলার দুই নম্বর আসামি জাহিদুল ইসলাম জিসানকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিসান পুলিশকে জানায়, সে তানভীর হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছিল। পরে তার দেখানো অনুযায়ী ১৮ নভেম্বর দুপুর পৌনে ২ টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর মৌলভীঘাট সংলগ্ন কবরস্থানের ভেতর থেকে হত্যায় ব্যবহৃত একটি স্টিলের সুইচ গিয়ার চাকু ও একটি লোহার চাপাতি উদ্ধার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে তানভীর হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
পিএনএস/রাশেদুল আলম
রাজবাড়ীতে তানভীর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
03-01-2025 03:27PM