পিএনএস ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহীন আলম (২২) নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদকসেবীরা।
শনিবার (১৮ মার্চ) দিবাগত রাতে ফতুল্লার হাজীপাড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন বগুড়া ধুপচাচিয়া ঘাটমাগুরার নজিবর রহমানেত ছেলে। তিনি ফতুল্লার কাশীপুরের হাজীপাড়ায় থাকতেন এবং অটোরিকশা চালাতেন।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অটোরিকশা চালিয়ে যাবার সময় আশরাফুল নামে এক মাদকসেবীর পায়ে লেগে যায়। এতে দুইজনের মধ্যে তর্ক ও ঝগড়া হয়। পরে দুজনই তাদের বন্ধু নিয়ে এসে ঝগড়ার এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয় শাহীনকে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয় তার। এসময় শাহীনের সঙ্গে থাকা আরও দুইজন আহত হন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক শেখ দিপু জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
পিএনএস/আনোয়ার
অটোরিকশা পায়ে লাগায় চালককে ছুরিকাঘাতে হত্যা
19-03-2023 09:56AM