সাবেক কাউন্সিলর টিপুকে গুলি করে হত্যা

  10-01-2025 12:18AM

পিএনএস ডেস্ক: কক্সবাজার সমুদ্রসৈকতে খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে (৫৫) গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে সৈকতের সিগাল পয়েন্টের ঝাউবাগানে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত গোলাম রব্বানী খুলনা সিটি করপোরেশনের (খুসিক) দৌলতপুর দেয়ানা উত্তরপাড়ার মোহাম্মদ গোলাম আকবরের ছেলে। তিনি সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাত সাড়ে আটটার দিকে গোলাম রব্বানী সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে কাঠের তৈরি সেতুর পাশে হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে দুই ব্যক্তি ঘটনাস্থলে এসে গোলাম রব্বানীর মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত গোলাম রব্বানি খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। সেখানকার পুলিশের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গোলাম রব্বানী আত্মগোপন করেন। তিনি কখন কক্সবাজার এসেছেন, কোথায় ওঠেন এবং কেন তাকে হত্যা করা হয়েছে, তার কারণ অনুসন্ধান করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন