মানিকগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা

  03-06-2023 03:22PM


পিএনএস ডেস্ক: মানিকগঞ্জে জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাবেক সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নান সভায় সভাপতিত্ব করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ন খান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এস আর আনছার, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, পৌর সাখার সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সাঈদ। বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন