ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

  22-09-2023 01:22AM

পিএনএস ডেস্ক : দিনাজপুরের হা‌কিমপু‌রে ট্রাকের চাপায় রবীন্দ্রনাথ সরকার (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত রবীন্দ্রনাথ সরকার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর এলাকার মৃত পূর্ণা সরকারের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হা‌কিমপুর হিলি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় গিয়ে রাস্তায় পড়ে থাকা অবস্থায় একটি মোটরসাইকেল ও মৃত একজনকে উদ্ধার করে হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাকিমপুর থানার ওসি আবু সায়েম বলেন, সন্ধ্যার দিকে ডাঙ্গাপাড়া এলাকায় অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে চ‌লে যায়। তিনি একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন বলে জানা গেছে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন