পিএনএস ডেস্ক: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা কয়েকদিন আগে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মহাসড়কের লক্ষ্যারচর বার আউলিয়ানগর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইনজামাম উল আলম রাফি (২০) ও মেহেরাব হোসেন অভি (২০)। ইনজামাম উল আলম রাফি কৈয়ারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মুহুরী পাড়ার ফরিদুল আলমের ছেলে। মেহেরাব হোসেন অভি লক্ষ্যারচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হাজিপাড়ার সেলিম মিন্টুর ছেলে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খোকন রুদ্র জানান, বিকাল পৌনে ৩টার দিকে দুই বন্ধু মিলে মোটরসাইকেল যোগে হারবাং যাচ্ছিলেন। এসময় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাসের নিচে চাপা পড়ে। এসময় সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মেহেরাব। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইনজামামকে মৃত ঘোষণা করেন। এছাড়া মেহেবারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে তার মৃত্যু হয়।
তিনি বলেন, বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিএনএস/এএ
চকরিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ শিক্ষার্থী নিহত
27-09-2023 08:28PM