নোয়াখালীতে বিনোদন কেন্দ্রের দাবিতে লিফলেট বিতরণ

  24-02-2024 04:34PM

পিএনএস ডেস্ক: নোয়াখালী পৌর শহরে সব বয়সের মানুষের জন্য উন্মুক্ত বিনোদন কেন্দ্র গড়ে তোলার দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নাগরিক অধিকার আন্দোলন নামে একটি সামাজিক সংগঠন জেলা শহর মাইজদী পৌর বাজার থেকে মাইজদী বাজার পর্যন্ত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট কাউসার নিয়াজী, সদস্য সচিব জামাল হোসেন বিষাদ, বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টুসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

নাগরিক অধিকার আন্দোলন কর্মীরা জানান, নোয়াখালী পৌর শহর দুই’শ বছরের পুরনো জেলা শহর হলেও আজ পর্যন্ত একটি উন্মুক্ত বিনোদন কেন্দ্র গড়ে তুলতে পারেনি পৌর কর্তৃপক্ষ বা জেলা প্রশাসন। এ শহরের মানুষের দীর্ঘদিনের এ প্রাণের দাবি নিয়ে সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে প্রথমে লিফলেট বিতরণ করা হচ্ছে। আগামী ২৭ ফেব্রুয়ারি একই দাবিতে শহরে মানববন্ধন করারও ঘোষণা দেওয়া হয়।

পিএনএস/ সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন