পিএনএস ডেস্ক : চাঁদপুরের নতুন বাজার এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর রায়হান কবির (১২) নামে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ মে) সকাল পৌনে ৮টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত চেষ্টা চালিয়ে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের ডুবুরি দল।
রায়হান চাঁদপুর শহরের আলিম পাড়ার মো. লোকমান হোসেনের ছেলে।
সে নতুন বাজার আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের ইনচার্জ মুসলিম মিয়াজী বলেন, ‘রায়হানের পরিবারের লোকজন জানিয়েছে শুক্রবার (১৭ মে) বিকেল ৪টার দিকে শহরের নতুন বাজার লন্ডন ঘাট এলাকায় গোসল করতে গিয়ে সে ডাকাতিয়া নদীতে নিখোঁজ হয়। পরিবার থেকে রাত ১২টায় আমাদেরকে খবর দেওয়া হয়।’
তিনি বলেন, ‘আমরা শনিবার সকাল পৌনে ৮টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশে চেষ্টা চালানোর পর আমাদের ফায়ার ফাইটার (ডুবুরি) মাইনুল ইসলাম মাদরাসাছাত্র রায়হানকে উদ্ধার করতে সক্ষম হন। পরবর্তীতে রায়হান কবিরের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’
পিএনএস/শাওন
চাঁদপুরে নিখোঁজের ২১ ঘণ্টা পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার
18-05-2024 05:22PM