হিমাগার থেকে ২ লাখের বেশি ডিম উদ্ধার

  22-05-2024 08:09PM

পিএনএস ডেস্ক: বগুড়া সদরের কাফেলা কোল্ড স্টোরেজে অভিযানে মজুদ করা ২ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হিমাগারের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে ডিমগুলো বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।

বুধবার (২২ মে) দুপুরে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরীর উদ্দেশ্যে সেখানে অবৈধভাবে ডিম মজুদ করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে, বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে ২ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম পাওয়া যায়। কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯ ধারায় ম্যানেজার আবদুল হান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উদ্ধার হওয়া ডিম বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।

ডিমের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন