পিএনএস ডেস্ক: শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় ১০০০ কেজি চিনিসহ দুই অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অটোচালকরা হলো সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের মাসুক মিয়ার ছেলে আলমগীর হোসেন, একই গ্রামের সুমন মিয়া।
আলামত হিসাবে ভারতীয় ১০০০ কেজি (২০ বস্তা) চিনি, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে চালকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
মামলায় হতদরিদ্র দুই অটোরিকশাচালককে আসামি করা হলেও সীমান্তের চিনি চোরাকারবারি চক্রের সদস্যদের অদৃশ্য শক্তির ইশারায় আসামি করা হয়নি বলে অভিযোগ তুলেছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
তারা অভিযোগ করেন, থানা ও বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের কিছু অসৎ অফিসারকে মাসোয়ারা দিয়ে চোরাকারবারিরা ভারতীয় চিনি, বিড়ি, মসলা, কসমেটিক্সসহ নানা সামগ্রীর গোপন কারবার চালিয়ে আসছে।
বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশের এসআই মাসোয়ারার টানে প্রকৃত চিনি চোরাকারবারি চক্রের সদস্যদের ওই মামলায় নানা অজুহাতে আসামি করেননি।
বুধবার তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই আমিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
পিএনএস/রাশেদুল আলম
দুই দরিদ্র অটোচালক গ্রেফতার হলেও আসামি হয়নি চক্রের কেউ
31-10-2024 02:30AM