চৌদ্দগ্রামে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত

  23-10-2024 12:21AM

পিএনএস, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম ফরিদ আমিন।

প্রধান অতিথির বক্তব্যে কে এম ফরিদ আমিন বলেন, ফ্যাসিবাদী সরকারের হাতে তৈরি করা রাষ্ট্রপতি ক্ষমতায় থাকলে শহীদদের রক্তের সাথে যেমন বেঈমানি করা হবে, তেমনি এই দেশের রাজনৈতিক সংস্কার ও নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব নয়।

তিনি আরো বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ বিপাকে পড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্যে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন