পিএনএস ডেস্ক : চাঁপাইবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে সদর উপজেলার উপর রাজারামপুর ও সকালে নাচোল উপজেলার কাজলা লাইনপাড়ায় পানিতে ডুবে মৃত্যুর দুটি ঘটনা ঘটে। মৃতরা হচ্ছে সদর উপজেলার উপর রাজারামপুর কুমারপাড়া মহল্লার জহুরুল ইসলামের ২৭ মাস বয়সী শিশু আব্দুর রহমান জুনায়েদ ও রাজশাহীর কোর্ট এলাকার আরিফুল ইসলামের চার বছরের মেয়ে লামিয়া খাতুন। লামিয়া নাচোলে তার নানার বাড়িতে থাকতো।
সদর থানার ওসি মিন্টু রহমান জানান, বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে ডুবে যায় জুনায়েদ। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা জুনায়েদকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, নাচোল উপেজলার কাজলা লাইনপাড়া গ্রামে বাড়ির পাশের খেলার সময় সবার অগোচরে পুকুরে নেমে ডুবে মারা যায় শিশু লামিয়া। পরে স্থানীয়রা লামিয়ার মরদেহ উদ্ধার করে।
পিএনএস/শাওন
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
25-05-2024 12:29AM