রোহিঙ্গাদের লক্ষ্য করে আরাকান আর্মির বোমা, নিহত ১

  08-07-2024 02:40AM

পিএনএস ডেস্ক: টেকনাফের নাফ নদীর জালিয়ার দ্বীপে কাঁকড়া শিকারের সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিক্ষেপ করা বোমার আঘাতে একজন রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা। তারা সকলেই পেশায় জেলে।

বেরাবার (৭ জুলাই) বিকেলে নাফ নদীর জালিয়ার দ্বীপে এই ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি মোহাম্মদ ওসমান গণী জানান, রোববার বিকেলে নাফ নদীর জালিয়ার দ্বীপের আশপাশে কাঁকড়া শিকার করছিলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির রোহিঙ্গা জেলে জুবায়ের, লেদা ২৪ নম্বর ক্যাম্পের মোহাম্মদ জাবের এবং ২৭ নম্বর ক্যাম্পের মোহাম্মদ শুক্কুর। এসময় এলোপাতাড়ি বোমা নিক্ষেপ করে আরাকান আর্মি। নিক্ষেপ করা বোমার খোসা গিয়ে পড়ে তাদের গায়ে।

এ অবস্থায় দুই রোহিঙ্গা জাবের ও শুক্কুর আহত আবস্থায় কূলে ফিরতে পারলেও জুবায়ের নিখোঁজ ছিল। দীর্ঘক্ষণ পর জুবায়েরের মরদেহ ভাসতে ভাসতে কূলে ভেড়ে। তখন স্বজনরা পেয়ে মরদেহ ক্যাম্পে নিয়ে যায় বলে জানান তিনি।

আহত দুই রোহিঙ্গার মধ্যে জাবেরের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রথমে দমদমিয়া আইওএম হাসপাতালে পরে কক্সবাজার হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন