শিক্ষার্থীদের মিছিলে নগরকান্দা ইউএনওর পানি বিতরণ

  05-08-2024 12:07AM

পিএনএস ডেস্ক: সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ফরিদপুরের নগরকান্দায় অসহযোগ আন্দোলনে অংশ নেন শিক্ষার্থীরা। নগরকান্দার রাজপথে বিক্ষোভ মিছিল করেন বিপুলসংখ্যক শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির।

রোববার সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের সামনে থেকে শুরু করে নগরকান্দা সদর বাজার হয়ে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেন।

অসহযোগ আন্দোলনে শিক্ষার্থীরা সরকারের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দেয়।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন