পিএনএস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে এ চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন সামাজিক সংগঠন লক্ষ্য আমাদের মানবসেবা ‘ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠন।
আয়োজকরা জানান, বন্যা পরবর্তী স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় দুজন চিকিৎসকের মাধ্যমে এই ক্যাম্পে স্থানীয় তিন শতাধিক বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ প্রদান করা হয়। আমাদের এই উদ্যোগের মাধ্যমে সমাজের উন্নয়নে আরও ভূমিকা রাখতে চাই। তাছাড়াও বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় গিয়ে আমাদের সদস্যরা বিভিন্ন কার্যক্রম করছে। আমাদের এই কার্যক্রমে সবার সহযোগিতা ও সমর্থন পেলে আমরা আরও এগিয়ে যেতে পারব।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ইব্রাহীম খন্দকার, তাইন মোহাম্মদ, রাসেল মাহমুদ, মাসুদ রানা, আরিশা আক্তার, তাসফিয়া আনানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পিএনএস/রাশেদুল আলম
কসবায় বন্যার্তদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ
07-09-2024 08:45PM