পিএনএস ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় সোহেল (৩৮) নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) আতাউর মাস্টারের মালিকানাধীন রাণীপুরা বাজারের দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো হত্যার কারণ জানা যায়নি।
পুলিশ জানায়, এক বছর ধরে কাঞ্চনের রানীপুরা বাজারে আতাউর মাষ্টারের মালিকানাধীন মার্কেটের একটি দোকানে সোহেল জুয়েলারি ব্যবসা করছিলেন। চোরের ভয়ে রাতে তিনি দোকানেই ঘুমাতেন। পূর্ব পরিকল্পিতভাবে সোহেলকে পিটিয়ে ও মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে সেখানেই তার মরদেহ কম্বল দিয়ে ডেকে রেখে পালিয়ে যায়। শুক্রবার সকালে সোহেলের দোকান ঘরের ভেতর থেকে রক্ত গড়িয়ে বাইরে এলে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। সোহেলের মাথায় আঘাতের দাগ রয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।
পিএনএস/রাশেদুল আলম
জুয়েলারি দোকানে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
04-10-2024 08:04PM