পটিয়ার সাবেক এমপি সামশুল হকের এপিএস গ্রেপ্তার

  07-10-2024 10:02AM

পিএনএস ডেস্ক: পটিয়ার সাবেক এমপি ও হুইপ সামশুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী নুর রশিদ চৌধুরী এজাজকে (৪১) গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। শনিবার রাতে খুলশীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৬ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান।

তিনি বলেন, পটিয়া থানা পুলিশের রিকুইজিশনে ওখানকার একটি মামলায় তাকে খুলশী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এপিএস এজাজের বাড়ি পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার হরিনখাইন গ্রামের মৃত আবদুল মালেক চৌধুরীর ছেলে।

এর আগে গত ১৮ জুলাই পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী, বিএনপি নেতাদের ওপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় এবং বিএনপি অফিস ভাঙচুর করে।

এ ঘটনায় সামশুল হক চৌধুরীকে প্রধান আসামি করে ৭৫ জনের নাম উল্লেখপূর্বক আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে পটিয়া থানায় ২০ আগস্ট মামলা দায়ের করেন বিএনপি নেতা মোহাম্মদ আলী আহমদ। ওই মামলার ১৬ নম্বর এজাহারভুক্ত আসামি এজাজ।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন