পূজায় যাওয়ার পথে নৌকা ডুবে ফুফু-ভাতিজার মৃত্যু

  11-10-2024 02:10PM



পিএনএস ডেস্ক : নেত্রকোণার কলমাকান্দায় পূজা দেখতে যাওয়ার পথে নৌকা ডুবে ফুফু-ভাতিজার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হরিণধরা গ্রামের বিপ্লব তালুকদারের ছেলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অমিত তালুকদার (৭), অপরজন একই গ্রামের সঞ্জয় তালুকদারের মেয়ে ঋতু তালুকদার (১৭)। নিহতরা সম্পর্কে ফুফু-ভাতিজা।

স্থানীয়রা জানান, উপজেলার হরিণধরা গ্রামের পূর্বপাড়া থেকে পশ্চিমপাড়া পূজা দেখতে যাওয়ার সময় নৌকা ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম গণমাধ্যমকে বলেন, পূজা দেখতে যাওয়ার পথে নৌকা ডুবে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটলো। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন