ইলিশ রক্ষা অভিযানে তিন জেলের কারাদণ্ড

  15-10-2024 03:05AM

পিএনএস ডেস্ক: চাঁদপুরে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে তিন জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাল।

সোমবার (১৪ অক্টোবর) অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলা মৎস্য অফিস, মোহনপুর ও বেলতলী নৌ পুলিশ তাদের আটক করে।

আটককৃত জেলেরা হলেন- মুন্সিগঞ্জ জেলার বাংলাবাজার এলাকার আ. সালাম গুলদারের ছেলে মো. আল ইসলাম গোলদার (৪৫), মতলব উত্তর উপজেলার জহিরাবাদ এলাকার মৃত মোস্তফা পাটোয়ারীর ছেলে রাসেল পাটোয়ারী (২৫), একই এলাকার আইয়ুব আলী গাজীর ছেলে আরিফ হোসেন(২৬)।

নৌ পুলিশ ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, মেঘনা নদীর মতলব উত্তর অংশে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতদিনের সাজা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এছাড়াও দুজন নাবালক শিশুকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

মতলব উত্তর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, গতবারের চেয়ে এবারের অভিযান আরও জোরালো করা হবে। যাতে কেউ নদী থেকে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন