মুন্সীগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি, ৭ সদস্য গ্রেপ্তার

  05-11-2024 08:42PM

পিএনএস ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৪৭ লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।

তিনি বলেন, ‘গত ২৩ অক্টোবর রামপ্রসাদ হালদার নামে ভুক্তভোগী এক স্বর্ণ ব্যবসায়ী যাত্রীবাহী বাসে ঢাকা থেকে বান্দুরা ফিরছিলেন। সিরাজদিখানের মরিচা এলাকায় পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পুলিশ পরিচয়ে বাসে উঠে তাকে জিম্মি করে। এরপর তারা ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।’

পুলিশ সুপার বলেন, ‘মামলা দায়েরের পর পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় ১২ দিন পর অভিযানে নামে এবং মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জন ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৭ লাখ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানান, তারা বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। আইনগত প্রক্রিয়া শেষে ডাকাতদের আদালতে প্রেরণ করা হবে।’

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন