ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুন, নিহত ১

  04-11-2024 04:43PM

পিএনএস ডেস্ক: ময়মনসিংহে একটি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে একজন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর রহমতপুর বাইপাস মোড়ের আজাহার ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, আগুনের ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানা যাবে।

এ বিষয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় একঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন