মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যার অভিযোগ

  01-12-2024 11:25PM

পিএনএস ডেস্ক: মাদক কেনার টাকা না দেওয়ায় মাগুরায় ছুরিকাঘাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। রোববার (১ ডিসেম্বর) মাগুরা সদরের আঠারোখাদা গোরস্থান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সুরমান শেখ (৭৫)। তিনি ওই গ্রামের মৃত ইয়াকুব শেখের ছেলে। আর তার ছেলে মফিজুর শেখকে (৩৫) এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম।

নিহতের আরেক ছেলে হানিফ শেখ বলেন, আমার ছোট ভাই মফিজুর শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা জোগাতে তার ভাগের জমি বিক্রি করতে বাবাকে চাপ দিতেন। মফিজুরের দুই সন্তানের কথা চিন্তা করে বাবা জমি লিখে দিতে রাজি না হওয়ায় সকালে তার বুকে ছুরি দিয়ে আঘাত করেন। এরপর আমরা বাবাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দিকে ঘটনার পর হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম ও সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি হত্যাকারী মফিজুর মাদকাসক্ত। তিনি নেশার টাকা জোগাড় করতে প্রায় তার বাবাকে মারধর করতেন। শেষ পর্যন্ত তিনি নেশার টাকা জোগাড় করতে তার বাবাকে জমি লিখে দিতে বলেন। জমি লিখে দিতে রাজি না হওয়ায় আজ তাকে বুকে আঘাত করে হত্যা করেন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন