নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষ, আহত ৭

  23-12-2024 10:23AM

পিএনএস ডেস্ক: নাটোর সদর উপজেলার ডাল সড়কে ঘন কুয়াশার কারণে ৬টি ট্রাকের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বগুড়া সড়কের ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকালে নাটোর-বগুড়া সড়কের ডাল সড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে রাস্তায় চলাচলরত আরও ৪টি ট্রাক দুর্ঘটনাকবলিত ২টি ট্রাককে ধাক্কা দেয়। দুর্ঘটনাকবলিত ৫টি ট্রাক রাস্তায় ও ১টি ট্রাক খাদে পড়ে যায়। এতে ৭ জন গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন