পিএনএস ডেস্ক: চাঁদপুরের মেঘনায় এক মালবাহী জাহাজ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডাকাতের হামলায় তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে মরদেহের খবর পাওয়া যায়।
বাংলাদেশে কোস্টগার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জাহাজটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল।
চাঁদপুর নৌ-পুলিশ সুপার জানিয়েছেন, ওই ছয়জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করা হয়েছে।
এসএস
চাঁদপুরে নোঙর করা জাহাজে মিলল ৬ জনের মরদেহ
23-12-2024 04:11PM