আপাতত আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে: নুসরাত ফারিয়া

  23-12-2024 04:45PM

পিএনএস ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সংগীতেও দারুণ দক্ষতা রয়েছে
এই তারকা শিল্পির। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন ভারতের পশ্চিমবঙ্গেও। সব মিলিয়ে ভক্ত ও দর্শক-শ্রোতাদের হৃদয়ে বহু আগেই জায়গা করে নিয়েছেন নুসরাত ফারিয়া। এই গুণী শিল্পী এবার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে
জানালেন বিয়ে প্রসঙ্গে নিজের অবস্থান।

২০২০ সালের মার্চ মাসে পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন নুসরাত ফারিয়া। প্রায় ১০ বছর প্রেমের পর রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটি বদল করেন তিনি। কিন্তু বছরখানেক পরই অভিনেত্রী জানান, সম্পর্কে বিচ্ছেদ হওয়ায় রনির সঙ্গে তার বিয়েটা আর হচ্ছে না। এরপর গত দুই বছরে নতুন কোনো সম্পর্কে জড়াননি।

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নায়িকা। সেখানে এক পোস্টে ভক্তদের উদ্দেশ্যে তিনি লিখেন বিয়ে নিয়ে এখন চিন্তিত নন তিনি।

সেই ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লিখেছেন, জীবনটা সোশ্যাল মিডিয়ায় মতো সহজ হলে ভালোই হতো। কিন্তু বাস্তবতা অনেক অন্যরকম। তাই আপাতত, আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে।

তিনি আরও বলেন, কয়েক দিন পরপর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন একটু কাজ আর পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যেখানে রনির সঙ্গে বিচ্ছেদের কারণ পরিষ্কার করেছেন ফারিয়া।

সেখানে ফারিয়া জানান, দীর্ঘ ১০ বছর প্রেম করেছি। তবে শেষদিকে সম্পর্কে ভালোবাসা ছিল না। দুজনের কেউই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করিনি। আমি ভালো আছি। সে নতুন জীবন শুরু করেছে। এখন সুন্দর পরিবার আছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয়।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন