গাজীপুরের কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু

  29-12-2024 08:31PM

পিএনএস ডেস্ক: গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাচুঁয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ফারুক (৫৪) রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সে উপজেলার তরগাঁও ইউনিয়নের মৈশন গ্রামের সুলতান উদ্দিন মোক্তারের ছেলে।

জানা যায়, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ফারুক বিকালে মোটরসাইকেল চালিয়ে নিজ প্রতিষ্ঠান টোক ইউনিয়নের পাঁচুয়া উচ্চ বিদ্যালয় হতে কাপাসিয়া সদরের বাসায় ফিরছিলেন। বিকাল তিনটার দিকে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ধলাগড় ব্রিজের দক্ষিণে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৪৬৬৮) মোটর সাইকেলসহ তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে তিনি কোহিনূর বালক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান হিসেবে কর্মরত ছিলেন এবং বাংলাদেশ মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন জানান, শিক্ষক নিহতের ঘটনায় বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন