পিএনএস ডেস্ক: বন্ধ থাকা ৯ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এস আলম কর্তৃপক্ষ। বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) থেকে এসব কারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার সন্ধ্যায় এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে ২৪ ডিসেম্বর জারি করা কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার করা হলো। ১ জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে।
তবে কী কারণে একযোগে ৯ কারখানা বন্ধ এবং খোলাও হলো এসব বিষয় পরিষ্কার করেনি এস আলম কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির শীর্ষ দুই কর্মকর্তার সঙ্গে মঙ্গলবার রাতে এ বিষয়ে যোগাযোগ করলে তারা আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।
বন্ধ হওয়া এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিডেটের ডিজিএম ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বলেন, কারখানা খুলে দেওয়ার একটা নোটিশ পেয়েছি। আজ থেকে কারখানা চালু করা হবে।
উল্লেখ্য, ২৪ ডিসেম্বর দুপুরে এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তির মাধ্যম হঠাৎ ৯ কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণায় তাৎক্ষণিকভাবে কারখানা শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে এবং ১০ দফা দাবি জানান।
পিএনএস /আনোয়ার
বন্ধ ৯ কারখানা খুলল এস আলম গ্রুপ
01-01-2025 12:03PM