পিএনএস ডেস্ক: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ছয় ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে সংঘটিত তিনটি পৃথক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ তাইজুদ্দিন (৪৭), মো. খোকন (৩০) ও মোহাম্মদ রানা (৩০)। তাইজুদ্দিন ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ বালিয়া গ্রামের বাসিন্দা। খোকনের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার হাঁপানিয়া গ্রামে। রানা একই জেলার সদর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে সীতাকুণ্ড উপজেলার সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় একটি ধানমাড়াইয়ের মেশিনকে ধাক্কা দেয় একটি ট্রাক। এ সময় ধান মাড়াইয়ের মেশিনের ওপর বসে থাকা খোকন ও রানা ঘটনাস্থলে নিহত হন। একই সময়ে দুজন আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করেন। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মতীন্দ্রলাল ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ধানমাড়াইয়ের মেশিনটি নেত্রকোনায় নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনার পর নিহত দুজনের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই দুর্ঘটনায় আহত মোহাম্মদ জাহেদ (৩০) ও সরোয়ার হোসেনকে (৩৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর বগুলা বাজার এলাকায় গাড়ির ধাক্কায় নিহত হন তাইজুদ্দিন। হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মমিন বলেন, রাস্তা পারাপারের সময় একটি গাড়ির গাড়ির ধাক্কায় তাইজুদ্দিন নিহত হন। গাড়িটি শনাক্ত করা যায়নি। নিহত ব্যক্তি শ্রমিক ছিলেন।
এদিকে দুপুর ১২টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এ সময় দুজন গুরুতর আহত হন। এই দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটিতে দেখা যায় সিএনজিচালিত অটোরিকশাটি একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় পেছন থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এরপর অটোরিকশাটি সড়কে উল্টে গড়াগড়ি খায়।
এসএস
সীতাকুণ্ডে ৬ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত,আহত ৪
29-12-2024 09:07PM