দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আ. লীগ নেতা নিহত

  03-01-2025 08:45PM

পিএনএস ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল করিম রতন (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার গাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুল করিম পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং একই উপজেলার জাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একই ইউনিয়নের কাহেদ গ্রামের মৃত আবদুল বারেক মাস্টারের ছেলে।

ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ময়মনসিংহ থেকে মোটরসাইকেলে করে ঈশ্বরগঞ্জে বাড়িতে ফিরছিলেন ফজলুল করিম। ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গৌরীপুরের গাজীপুর এলাকা পর্যন্ত আসতেই দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে হঠাৎ সজোরে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে।

এতে ফজলুল করিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাজহারুল আনোয়ার বলেন, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন