পিএনএস ডেস্ক: নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। বই বিতরণ অনুষ্ঠানে ব্যবহৃত হয়েছিল দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত একটি ব্যানার। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
বুধবার বেলা ১১টার দিকে চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সারাদেশের মতো নোয়াখালীর চাটখিল উপজেলার বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। কিছু বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণের আয়োজন করা হলেও বই উৎসব অনুষ্ঠিত হয়নি। এরই ধারাবাহিকতায় সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণের আয়োজন করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।
এদিকে, দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানারসহ বই বিতরণের একটি ছবি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা দেখা দেয়। স্থানীয়রা অভিযোগ করেন যে, ইচ্ছে করে এমনটি করা হয়েছে।
চাটখিল পৌর এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘৫ আগস্টের পর পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর সব ছবি ও ফেস্টুনসহ অন্যান্য জিনিসপত্র সারাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে খুলে ফেলা হয়েছে। সেখানে এই বিদ্যালয়ে শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার রাখা এবং সেটি ব্যবহার করে বই বিতরণ করা কোনও স্বাভাবিক ঘটনা নয়। এতদিন ধরে এই ব্যানারটি সঠিকভাবে স্থাপন করা, মানে শেখ হাসিনাকে লালন করা। এর পিছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।’
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘ভুলবসত এটি ব্যবহার করা হয়েছে।’
চাটখিল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান পাটোয়ারি বলেন, ‘বই বিতরণের জন্য কোনও উৎসব বা অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা ছিল না। আমি বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত বই বিতরণ অনুষ্ঠানের বিষয়ে কিছু জানি না। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
পিএনএস/ এএ
শেখ হাসিনার ছবির ব্যানার দিয়ে বই বিতরণ, ফেসবুকে ভাইরাল
01-01-2025 10:42PM